শিবগঞ্জ প্রেস ক্লাবের সংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়
বগুড়ার শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মনজুরুল আলম এর সাথে শিবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার রাতে শিবগঞ্জ প্রেস ক্লাবে মত বিনিময় সভা ভোরের দর্পন প্রতিনিধি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সাংবাদিক তৌহিদুর রহমান মানিক।
আরো বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকা উত্তর অঞ্চলীয় ব্যুরো চিফ প্রদীপ মোহন্ত, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ভোরের কাগজ প্রতিনিধি পবন রায়, দৈনিক বগুড়া প্রতিনিধি বজলুর রহমান, উত্তর কোণ প্রতিনিধি জাবিউর আলম হিমু, প্রভাতের আলো প্রতিনিধি শাহাবুদ্দিন শিবলী, উত্তরের দর্পন প্রতিনিধি সোহেল রানা মিন্টু, মুক্ত সকাল প্রতিনিধি সাজু মিয়া প্রমুখ। মত বিনিময় সভায় নবাগত থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বৈবাহিক অবস্থায় তিনি এক কন্যা সন্তানের জনক। শিক্ষাগত জীবনে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। চাকুরী জীবনে ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন থানায় অফিসার ও ইন্সপেক্টর হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় সংঘ মিশনে সুদানে কর্তব্যরত ছিলেন। তিনি বলেন, এলাকার আইন শৃঙ্খলা, মাদক দ্রব্য, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড দমনের লক্ষ্যে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ