আদমদীঘিতে দাখিল পরীক্ষার্থী বহিষ্কার, দায়িত্বরত শিক্ষককে অব্যাহতি
বগুড়ার আদমদীঘিতে দাখিল পরীা চলাকালীন সময়ে নকল করার দায়ে এক পরীার্থীকে বহিষ্কার এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ওই পরীক্ষা কেন্দ্রের শিককেও অব্যাহতি দিয়েছে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট সুমন জিয়াদী।
রবিবার উপজেলা সদরের আদমিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত ওই শিার্থী হলেন উপজেলার বশীকোড়া দাখিল মাদ্রাসার হুমাইরা খাতুন। সে ওই মাদ্রাসার বিজ্ঞান শাখার ছাত্রী।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট সুমন জিয়াদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার ইংরেজী ২য় পত্র পরীা চলাকালে নকল করার দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় রবিবার ঊর্ধ্বতন কর্তৃপরে নির্দেশে ওই শিার্থী কে বহিষ্কার করা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে ওই কেন্দ্রের পরিদর্শকের দায়িত্ব পালনকারী শিক্ষক আব্দুস সামাদকে অব্যাহতি দেয়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ