চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। চেয়ারম্যান পদে বাংলাদেশ জাসদ সমর্থিত প্রার্থী এমরান আল আমিন মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৩ প্রার্থী হলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবু তোয়বুর রহমান, পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ ও বিসিক নগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ দেলদার রহমান। সাধারণ সদস্য পদে বোদা উপজেলার ৪ প্রার্থীর মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আব্দুর রহমান নামে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া পঞ্চগড় সদরের ১ জন ও দেবীগঞ্জের ১ জন তাদের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত নারী সদস্য পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। জেলার দু’টি সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। সাধারণ সদস্য পদে বোদা বাদে বাকি ৪ উপজেলায় ১৭ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, দেবীগঞ্জ উপজেলায় ৫ জন, আয়োয়ারী উপজেলায় ৪ জন ও তেঁতুলিয়া উপজেলায় ৩ জন।

পঞ্চগড় প্রতিনিধি