পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর
প্রধানমন্ত্রী ঘোষিত বেকার যুবক যুবতীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পঞ্চগড়ে দুইজন উদ্যোক্তার মাঝে সাড়ে চার লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কক্ষে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এনআরবিসি পঞ্চগড় উপ শাখা এই ঋণের চেক হস্তান্তরের আয়োজন করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তা মাসুদ রানাকে আড়াই লাখ ও লিপি আক্তারের হাতে ২ লাখ টাকা ঋণের চেক তুলে দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। চেক হস্তান্তরের সময় পঞ্চগড় যুব উন্নয়নের উপ পরিচালক মকছেদুল কবীর, পঞ্চগড় সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, পঞ্চগড় এনআরবিসি উপ শাখার ব্যবস্থাপক মো. শামীমুজ্জামানসহ জেলা যুব উন্নয়ন ও পঞ্চগড় এনআরবিসি উপ শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি