পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবি, শিশু-নারীসহ ২৪ জনের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে নারী ১২ জন, শিশু ৮ জন ও পুরুষ ৪ জন। এখনও নিখোঁজ রয়েছে অর্ধশত। নিহতের সংখা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত সদস্যের প্রতিটি পরিবারকে লাশ সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এদিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে জরুরী তথ্যকেন্দ্র খোলা হয়েছে। যে কোন প্রয়োজনে ০১৭০৮-৩৯৭৭১৮ ও ০১৭১৯-৩৪৭১৭৩ এই নম্বরে যোগাযোগ করতে বলেছে জেলা প্রশাসন।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন বোদা উপজেলার মাড়েয়া ফুটকিবাড়ী গ্রামের কলি রানী (১৪), দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা হাতিডোবা গ্রামের লক্ষী রানী (২৫), পশ্চিম শিকারপুর গ্রামের অমল চন্দ্র (৩৫), বোদা উপজেলার মাড়েয়া বামনহাট গ্রামের শোভা রানী (২৭), দেবীগঞ্জের শালডাঙ্গা হাতিডোবা গ্রামের দিপংকর (৩), বোদা উপজেলার মাড়েয়া বামনপাড়া গ্রামের প্রিয়ন্ত (আড়াই বছর), দেবীগঞ্জের লক্ষীগড় ডাঙ্গাপাড়া গ্রামের প্রমিলা রানী (৫৫), ছত্র শিকারপুর গ্রামের তারা রানী (২৪), পাঁচপীর বংশিধর পুজারী গ্রামের সনেকা রানী (৬০), সাকোয়া শিকারপুর প্রধানপাড়া গ্রামের ফাল্গুনী রানী (৫৫), পাঁচপীর জয়নন্দবড়ুয়া গ্রামের প্রমিলা রানী (৭০), দেবীগঞ্জ শালাডাঙ্গা তেলীপাড়া গ্রামের ধনো বালা (৫৭), পাঁচপীর ইউনিয়নের বংশিধর গ্রামের সুমিত্রা রানী (৫৭), ময়দানদিঘী গ্রামের সফলতা রানী (৫০), খুশি রানী (৩৬), মাড়েয়া বামনহাট গ্রামের শিমলা রানী (৩৫), বড়শশি ইউনিয়নের কুমারপাড়া গ্রামের হাচান আলী (৫২), মাড়েয়া আলোকপাড়া গ্রামের উশশি (শিশু), হাতিডোবা গ্রামের তনুশী (শিশু) পাঁচপীর মদনহার গ্রামের শ্রেয়শী (শিশু)।
বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, যাদের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর অপর পাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের ন্যায় বড়শশি ইউনিয়নের বদেশ^রী মন্দিরে ধর্মসভার আয়োজন করা হয়। নদীতে কোন সেতু না থাকায় রোববার দুপুরের দিকে ওই ধর্মসভায় যোগ দিতে শতাধিক যাত্রী একটি মাত্র নৌকা যোগে নদী পার হচ্ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার জানায় তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, করতোয়ার পাড়ে শিশু ও নারীসহ ২৪ জনের লাশ দেখেছেন। তিনি আরও জানান, গত দু’দিন ধরে পঞ্চগড়ে ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে বেশি পানি ও নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এত বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা ২৩ জনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে নিহতের প্রতি পরিবারকে লাশ সংকারের জন্য ২০ হাজার করে টাকা দেয়া হচ্ছে। এডিএমকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চগড় প্রতিনিধি