জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন মঞ্জু
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে গাবতলী উপজেলার ১০ নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীতা ফিরে পেলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু।
সোমবার দুপুরে ফোনে এ খবর নিশ্চিত করে মঞ্জু জানান, যে যাচাই বাছাইয়ের দিনেতার প্রার্থীতা বাতিল করে জেলা নির্বাচন অফিস। এর পরিপ্রেক্ষিতে তিনি মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে তার প্রার্থীতা ফিরে দিয়ে এবং প্রতীক বরাদ্দ দিয়ে তাকে নির্বাচনে অংশ করার সুযোগ দিতে জেলা রির্টানিং কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে তার নির্বাচনে অংশ গ্রহন করতে আর কোন বাধা নেই।

প্রেস বিজ্ঞপ্তি