সৈয়দপুরে থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে জনতার সঙ্গে পুলিশের আইনশৃংখলা বিষয়ে উন্মুক্ত আলোচনার লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে স্থানীয় রেলওয়ে মাঠে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানের সম্মানিত অতিথি’র বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম, উপজেলা পরিষদ ভাইস মহিলা চেয়ারম্যান মোছা, সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) শাহিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা একরামুল হক, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনওয়াজ শানু, শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেছেন, পুলিশের সুনির্দিষ্ট কোন সোর্স নেই। পুলিশের সোর্স পরিচয় দিয়ে কেউ যদি কোন রকম ভয়ভীতি কিংবা অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, তাহলে তা পুলিশকে জানাবেন। পুলিশ জনগণের শক্র নয়, পুলিশ জনগণের বন্ধু,তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতায় করায় পুলিশের কাজ। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সামনে বখাটেরা যাতে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে না পারে সে জন্য পুলিশী কড়া নজরদারি থাকবে। মদ ও সব রকম জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পুলিশ কঠোর দমন করবে। পুলিশের সেবা পেতে পুলিশবাহিনীকে সহায়তা করতে সকল পেশার মানুষের প্রতি উদাত্ত আহবান জানান পুলিশ সুপার।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সুশীলসমাজের, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: