প্রবীণ নিবাসে আশীর্বাদ পেয়ে মুগ্ধ হলেন আলাল
প্রত্যেক মাতাপিতা তাঁর সন্তানকে ভালবাসে। প্রতিটি ক্ষণে ক্ষণে দৃষ্টি রাখে সন্তানদের প্রতি। সময়মতো খাবার দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সময়মতো যাবার জন্য তাগাদা দেয়া, ভাল বন্ধুবান্ধবদের সাথে সঙ্গ দেয়াসহ ছোটবেলা হতে বড়বেলা পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করে থাকে। মাতা পিতার চাওয়া একটাই তারা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। বাবা-মায়ের প্রত্যাশা বৃদ্ধ বয়সে তাদের প্রতি সন্তানরা সুনজর রাখবে। সন্তানদের মা-বাবা যেভাবে ভালবাসা দেয়, বৃদ্ধ বয়সে তাঁরাও ভাল আচরণ ও দেখভাল করার প্রত্যাশা করে। সন্তানদের মাঝে এগুলো যখন খুঁজে না পায় তখন মানসিকভাবে ভেঙ্গে পড়ে অসহ্য যন্ত্রণায় হাবুডুবু খায় মা-বাবা। বুঝে উঠতে পারে না কি করবে এখন! সহ্যের বাঁধ ভেঙ্গে যখন চুরমার হয় জীবন, পাহাড়সম তিক্ততা পুঞ্জিভুত হয় তখন নিরুপায় হয়ে সিদ্ধান্ত নেয় প্রবীণ নিবাসে আশ্রয় নিতে। এমন কষ্টে থাকা মা-বাবা আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে টিএমএসএস মাসুদা প্রবীণ নিবাসে স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন।
আশীর্বাদ পাওয়ার প্রাক্কালে হাসান আলী আলাল জানান, আপনাদের অপূরণীয় দুঃখ পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার শ্রদ্ধা, ভালবাসা দিয়ে ভুলে দিতে চাই আপনাদের জীবনের সকল দুঃখ।
তিনি আরো বলেন, মা-বাবা না থাকলে আমরা পৃথিবীর আলোই দেখতে পেতাম না। যে মা পরম স্নেহে শত কষ্ট, যন্ত্রণা সহ্য করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলেন। আবার জন্মের পর থেকে লালনপালন করলেন এবং পড়ালেখা শেখানো থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে ত্যাগ স্বীকার করলেন। আজ নিজেদের একটু ভালো থাকার জন্য সেই বাবা-মায়ের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে।
বর্তমানে বৃদ্ধাশ্রমের সাথে আমরা বেশ পরিচিত। এক দশক আগেও অধিকাংশ বাঙালির মাঝে বৃদ্ধাশ্রমের তেমন ধারণা ছিলোনা। এখন দেশের অনেক জায়গায়ই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বৃদ্ধাশ্রমে আশ্রয় হচ্ছে অনেক বৃদ্ধ পিতা-মাতার। প্রবীণরা তাঁদের সমগ্র কর্মময় জীবন নিজ নিজ পরিবার গঠনে ও উন্নয়নে এবং সমাজ জাতির সার্বিক কল্যাণে ব্যয় করে বার্ধক্যে উপনীত হন। কোন সন্তানদেরই আপনাদের প্রতি এমন নিষ্ঠুরতা কাম্য নয়।

প্রেস বিজ্ঞপ্তি