লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হাজার মেট্রিক টন ধান বেশি উৎপাদনের সম্ভাবনা
কড়া রোদে, চড়া উৎপাদন । চলতি মৌসুমে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে রেকর্ড পরিমাণ উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। আমনের এমন উৎপাদনে কৃষকের মুখে ফুটেছে হাসি। হেক্টর প্রতি গড় ৩ দশমিক ৫ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও সম্প্রতি নমুনা শস্য কর্তনে ৫ দশমিক ৮ মেট্রিক টন রেকর্ড পরিমাণ উৎপাদন পেয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ চলতি বছরে ৫২ হাজার ৯৮ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও উৎপাদন হবে ৬৭ হাজার মেট্রিক টন আমন ধান মনে করছে উপজেলা কৃষি বিভাগ। রেকর্ড পরিমাণ আমন উৎপাদনে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হাজার মেট্রিক টন আমন ধান বেশি উৎপাদন হবে বলেও কৃষি বিভাগের দাবী। কৃষি বিভাগের ধারণা সূর্যের আলো ও তাপমাত্রা বেশি থাকায় এ বছর আমন ধানে ঈর্ষানিয় ও রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। আমনে লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড উৎপাদনের চিত্রটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়- গত আমন মৌসুমে এ উপজেলায় আমন ধান চাষাবাদ হয়েছে ১৪ হাজার ৮ শ’ ৭০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে প্রায় ৫৩ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৮ শ’ ৮৫ হেক্টর জমি। যা গত বছরের চেয়ে ১৫ হেক্টর জমি বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫২ হাজার ৯৮ মেট্রিক টন ধান।
চলতি আমন মৌসুমে চারা রোপনের পর অনাবৃষ্টি, খড়া, প্রখর রোড, প্রচন্ড গরম যেন আমনের বিষ ফোড়া হবে এমনটাই ধারণা ছিল কৃষকগণের। আবহাওয়ার এমন বিরুপ রুপে চিন্তার ভাঁজ পড়েছিল কৃষকের কপালে। এছাড়াও আবহাওয়া অনুকূলে না থাকায় চাষাবাদে বিপর্যস্ত হয়ে পড়েছিল কৃষকরা । এমন বৈরী আবহাওয়া আর শঙ্কায় থাকা কৃষকগণ চাহিদার চেয়ে বেশি উৎপাদন পাওয়ায় মুখে ফুটেছে হাসি। দামও পাচ্ছে বেশ। অন্যদিকে চলতি মৌসুমে সূর্যের তাপমাত্রা বেশি থাকায় আমন ক্ষেতে পোকার আক্রমণ ছিল না বললেই চলে। ফলে ফসলে যেমন ঔষুধ প্রয়োগ করতে হয়নি। অন্যদিকে চাষাবাদে খরচ হয়েছে কম।
সরেজমিন দেখা গেছে- উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সবুজ আর সোনালী সবুজে ভরপুর। যে দিকে চোখ যায় ধান ক্ষেত আর ধান ক্ষেত। যেন সবুজ চাদর দিয়ে জমিগুলোকে ঢেকে রাখা হয়েছে। বাতাসে দুলছে আমনের সোনালী শীষ। আমন ধানের মৌ মৌ গন্ধে মুখরিত মাঠ। ইতোমধ্যে সোনালী স্বপ্ন ঘরে তুলতে শুরু করেছে কৃষক।
গত বুধবার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী একতার বাজার গ্রামের আব্দুর রউফের আমন ধানের নমুনা শস্য কর্তন করে উপজেলা কৃষি বিভাগ। ওই কৃষক ব্রি-ধান-৭৫ চাষ করেন। তার জমির আমন ধান কর্তন শেষে ধান মাপ দিয়ে হেক্টর প্রতি ৫ দশমিক ৮ হেক্টর পাওয়া যায়। এ উৎপাদন দেখে কৃষি বিভাগ চোখ কপালে উঠে। কৃষক ও কৃষি বিভাগ উভয়েই রেকর্ড উৎপাদনে অবাক হন। এর আগে চাঁদখানা ইউনিয়নের নগরবন্দ গ্রামের কৃষক মাসুদুর রহমানের হাইব্রিড বেবিলন-২ জাতের আমন ধানের নমুনা শস্য কর্তন করে কৃষি বিভাগ। এখানেও অভাবনীয় উৎপাদন পাওয়া যায়। হাইব্রিড বেবিলন-২ জাতের আমন ধানে হেক্টরে ৫ দশমিক ৩৮ মেট্রিক টন ধান পাওয়া যায়। কৃষি বিভাগ মনে করছে ৩ দশমিক ৫ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হবে ৪ দশমিক ৫ মেট্রিক টন গড় হেক্টরে। যা উৎপাদন লক্ষমাত্রারা চেয়ে বেশি উৎপাদন হবে ১৫ হাজার মেট্রিক টন। যা দেশের খাদ্য ভান্ডারে অতিরিক্ত উৎপাদন হিসেবে যুক্ত হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান জানান- এবার আমন ধান সুপার উৎপাদন হিসেবে ধরা হচ্ছে। সূর্যের আলো ও তাপমাত্রা বেশি থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। যা উৎপাদনে রেকর্ড হবে। এরকম উৎপাদন আগে দেখা যায়নি। চলতি মৌসুমে এ এলাকার কৃষকগণ ব্রি-ধান, ৭৫, ৮৭, হাইব্রিড-স্থানীয় চায়না, বেবিলন-২ আবাদ করেছে।

আবু হাসান শেখ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি