মোবাইল আগ্রহ নয়, বইয়ে আগ্রহ সৃষ্টিতে “প্রাইমারী স্কুল লাইব্রেরী”
মোবাইলমুখী ও মোবাইলে আসক্ত না হয়ে যেন শিশু কিশোররা বইয়ে আগ্রাহী হয় এজন্য চালু করা হল “প্রাইমারী স্কুল লাইব্রেরী”। এ লাইব্রেরীতে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, জাতির পিতা বঙ্গবন্ধু’র জীবনী, কাটুর্ন, শিশুতোষ গল্প, শিশু-কিশোর সাহিত্য, কবিতা, সাধারণ জ্ঞান, ইতিহাস ঐতিহ্যসহ বিভিন্ন ধরণের বই।
শিশু কিশোরদের মানসিক বিকাশ, মানসিক উন্নতি, মেধা বিকাশ, পঠনে আগ্রহ, জ্ঞান বৃদ্ধি ও বইমুখী করতেই এ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন। সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া অফিস। এ স্কুল লাইব্রেরীটি শিশু কিশোরদের মোবাইলমুখী ও মোবাইল আসক্ত রোধ করে আলোকিত মানুষরুপে গড়তে অগ্রণী ভূমিকা রাখতে পারে সেকথাই জানিয়েছেন এর উদ্যোক্তারা।
আজ সোমবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রাইমারী স্কুল লাইব্রেরী’র শুভ উদ্বোধন করা হয়। এটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরিফা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ ব্যবস্থাপক পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার স্বপন । উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীগণ।
এ স্কুল লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক, জাতির পিতা বঙ্গবন্ধু’র জীবনী, কাটুর্ন, শিশুতোষ গল্প, শিশু-কিশোর সাহিত্য, কবিতা, শিশু-কিশোর গল্প, সাধারণ জ্ঞান, ইতিহাস ঐতিহ্যসহ বিভিন্ন ধরণের ২শ’৫০টিরও বেশি বই রয়েছে। উপজেলায় কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও পানিয়ালপুকুর মিক্সড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্কুল লাইব্রেরী স্থাপন করা হয়েছে।
কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান বলেন- আমরা লাইব্রেরীতে বই পড়তে পারবো। পঠন সহজ হবে। পাশাপাশি আমাদের জ্ঞানও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান- আমরা সৌভাগ্যবান আমাদের বিদ্যালয়ে ভিন্নধারার একটি লাইব্রেরী পেয়ে।
কেশবা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম জানান- পঠন সহজ হওয়াসহ জ্ঞান বৃদ্ধি পাবে এ বিদ্যালয়ের শিশু কিশোরদের। পাশাপাশি এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মোবাইল আসক্ত হওয়ার আশংকামুক্ত থাকবে। ফলে ফলাফলও হবে ভাল।
কিশোরগঞ্জ এপির ব্যবস্থাপক পিকিং চাম্বুগং জানান- আমরা শিশু-কিশোরদের নিয়ে কাজ করছি। শিশু-কিশোরদের মোবাইল আসক্ত থেকে দূরে রাখতেই এ পরিকল্পনা নেয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার জানান- পরিচ্ছন্নতা জ্ঞান, স্কুলের প্রতি আগ্রহ বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ হবে বলে আশা করছি।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান- প্রাইমারী স্কুল লাইব্রেরী আলোকিত মানুষ গড়তে যেমন অগ্রণী ভূমিকা রাখবে। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্ক্ষীদের মানসিক ও মেধা বিকাশ করবে। বই পড়ার পাশাপাশি জ্ঞান আহরণে ছুটবে প্রতিটি শিশু-কিশোর। বিদ্যালয়ের কমলমতি শিশু-কিশোররা মোবাইল আসক্ত না হয়ে এক একজন বই প্রেমিক ও জ্ঞানী হয়ে উঠবে। আগামীর কিশোরগঞ্জ উপজেলা হবে বই প্রেমী, জ্ঞান পিপাষু শিক্ষার্থীর মিলন মেলা ও মডেল উপজেলা এমনটিই প্রত্যাশা করছি।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি