বগুড়া সরকারি কলেজে পৌর ছাত্রলীগের আলোচনা সভা
সোমবার বগুড়া সরকারি কলেজে পৌর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া সরকারি কলেজ মিলনায়তনে পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সহ সভাপতি আবির হোসেন বিদ্যুৎ, মাহবুবুল হক সাফিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শেখ, আক্কাছ আলী সরকার, সামি আল সাব্বির, সাংগঠনিক সম্পাদক জয় কুমার দাস, তানিন আহমেদ, নয়ন অধিকারী, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, পৌর ছাত্রলীগ রানা, সাকিব, সাব্বির, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তকি, সাফিন, আদিত্য, শাহিকসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন। ছাত্রলীগের নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার ছায়াতলে থেকে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ যৌবনের প্রথম প্রেম। যে প্রেমের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতধরে সকল লড়াই সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সকল ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মী ভুমিকা অনেক। তাই দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার ধরে। দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি