শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার শহিদ হাফিজার রহমান অডিটোরিয়ামে স্মার্ট কার্ড সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, সৈয়দ শাহাজাদা চৌধুরী, আব্দুল বারী, আব্দুর রাজ্জাক, বেলাল, সন্তোষ কুমার মোহন্ত, মোখলেছার রহমান, ছলেমান আলী।
এসময় উপস্থিত ছিলেন মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, বুজিগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু, পবন রায়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ