শিবগঞ্জে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভকক্ষে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠন হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, একাডেমিক সুপারভাইজার পদ্মারাণী, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারি শিক্ষক মমতাজুর রহমান জুয়েল, আরিফ আনজুম, শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিবলী, সাংবাদিক সোহেল আক্তার মিঠু।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ