শিবগঞ্জে প্রবাসী আম বাগান বিনষ্ট
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আটমুল ইউনিয়নের গোরনা গ্রামে এক প্রবাসীর আম বাগান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
প্রবাসীর স্ত্রী আশুবা বিবি জানান, তার স্বামী দেলোয়ার হোসেন প্রায় ২২ বছর যাবত সৌদি আরবে চাকুরী করেন। চার বছর পূর্বে তিনি দেশে আসেন এর মাঝে একই এলাকার আব্দুল প্রামানিকের কন্যা মেরিনা বেগমের নিকট থেকে ৮ শতক জমি কোবলা সুত্রে কয় করেন। এরপর উক্ত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন। ভোগদখলের একপর্যায়ে পাশর্^বর্তী আনোয়ার হোসেন জোরপূর্বক তার আম বাগানের রাস্তার জায়গা দখল করে বাড়ী নির্মান করে রাস্তাটি দখল করে । পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাতে আমার বাগানের আম গাছ গুলো কেটে ফেলে বিনষ্ট করে।
এব্যাপারে আনোয়ার হোসেন বলেন, আমি আমার পৈত্রিক জায়গায় বাড়ী নির্মাণ করেছি। কোন রাস্তা দখল করি নাই। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ