বগুড়া সদরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ
বগুড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বেলা ১১টায় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত বগুড়া সদর উপজেলা প্রশাসন আয়েজিত অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন, সদর উপজেলার সাবেক কমান্ডার আব্দুল কাদের, সাবেক সদর উপজেলা ডেপুটি কমান্ডার নুরুল আমিন প্রমুখ।

অনলাইন ডেস্ক