কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে ১১ জন আহতও হওয়ার ঘটনায় আজিজুল ইসলাম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় আজিজুল ইসলামসহ ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে কিশোরগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ময়নাকুড়ি ডাকঘর পাড়া গ্রামের জফেল উদ্দিনের পুত্র আজিজুল ইসলামের (৭০) সাথে একই গ্রামের আছান আলীর পুত্র আব্দার রহমানের (৫০) জমি নিয়ে কথা কাটির এক পর্যায় হাতাহাতি শুরু হয়। এসময় উভয়ে পক্ষে তুমুল সংঘর্ষ বাঁধে।
এসময় গুরুত্বর আহত হয়ে জফেল উদ্দিনের পুত্র আজিজুল ইসলাম (৭০), মমতাজ আলীর পুত্র আজিফুল, ইমান আলীর পুত্র মহির উদ্দিন (৮০), মোশর উদ্দিনের পুত্র খতিব উদ্দিন (৪৫), সোরত আলীর স্ত্রী হাসনা বেগম (৪৫), খতিব উদ্দিনের পুত্র ফকির মামুদ (২০), সুরত আলীর পুত্র হারুন (৩০), আশাদুলের পুত্র আইনুল হক (৩২), বেনার উদ্দিনের পুত্র আসাদুল (৫০), আইনুলের স্ত্রী সুমি বেগম (২৫) ও সোহরাব আলীর পুত্র সাইফুল ইসলাম (২০) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সকলের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সফি মাহুমদ জানান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ময়নাকুড়ি ডাকঘর পাড়া গ্রামের জফেল উদ্দিনের পুত্র আজিজুল ইসলাম (৭০) মারা যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান- দীর্ঘদিন ধরে উভয়পক্ষের জমি নিয়ে বিরোধ ছিল। উভয়পক্ষের সংঘর্ষে আহত বেশ ক’ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসারত অবস্থায় আজিজুল নামে একজন মারা যাওয়ার খবর পেয়েছি।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি