পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ডিপিএফ’র আলোচনা সভা
‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের মাধ্যমে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
ডিপিএফ সভাপতি ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে এবং ডিপিএফ’র সদস্য সচিব ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক। বক্তব্য দেন পিফোরডি প্রকল্পের রংপুর আঞ্চলিক সমন্বয়ক রেহেনা বেগম, পঞ্চগড় ডিএফ রিক্তা পারভীন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম প্রমূখ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী এবং ভিডিও ডকুমেন্টরী প্রেজেন্টেশন করেন সাংবাদিক ও ডিপিএফ সদস্য লুৎফর রহমান। আলোচনা সভায় জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও ডিপিএফ সদস্যরা অংশ নেন।

পঞ্চগড় প্রতিনিধি