শিবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন পালিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাত মাহফিল, আলোচনা সভা, কেক কর্তন সহ বিভিন্ন কর্ম অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম দিন পালিত হয়েছে।
পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহ-সভাপতি এবিএম শাহজাহান চৌধুরী, খ.ম শামীম, যুগ্ম সম্পাদক এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, যুব লীগ সভাপতি আব্দুস ছাত্তার, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্র লীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল। বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিন। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশে^র কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ^নেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশে^ হয়েছেন প্রশংসিত। বাংলাদেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রাজনৈতিক বিশে^রকদের মতে ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত পদক্ষেপ, মানুষের জন্য আর্থিক ও খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচাতে প্রণোদনা ঘোষণা এবং অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়নি, খাদ্যের জন্য কোথাও হাহাকার হয়নি। তাই এই উন্নয়নের ধারা এবং গতিশীল নেতৃত্ব বজায় রাখে আগামীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিলকল্প নাই। আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে রাষ্টীয় ক্ষমতায় এনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ