কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা ও দুই গাড়িসহ কারবারি আটক
কক্সবাজার থেকে ঢাকায় এক লাখ পিস ইয়াবা নিতে পাচারকারীরা ব্যবহার করছিল একটি প্রিমিও এবং একটি নোহা গাড়ি। কিছুক্ষণ পর পরই ব্যাগ ভর্তি ইয়াবার চালানটি এক গাড়ি থেকে অপর গাড়িতে নেওয়া হচ্ছিল। ধরা না পড়ার জন্য এমন চালাকিও শেষ পর্যন্ত কাজে আসেনি পাচারকারীদের।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বাইপাস সড়কের জেলা কারাগার সংলগ্ন এলাকায় ওই দুটি গাড়িসহ এক লাখ ইয়াবার চালান নিয়ে পাচারকারী শাহাবুদ্দিন (২৪) ধরা পড়ে যান ডিবি পুলিশের হাতে।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার কলাতলীর বাইপাস সড়কের জেলা গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, পাচারকারী শাহাবুদ্দিন একজন বড় মাপের ইয়াবা পাচারকারী। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং এলাকার বাসিন্দা সৈয়দ আলমের পুত্র শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছেন।
ডিবি পুলিশের ইনচার্জ জানান, একটি চালান পাচারের জন্য দুটি গাড়ি ব্যবহার করা হচ্ছিল যাতে পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু গাড়ি দুটির খবর পুলিশের কাছে আগাম পৌঁছে যাওয়ায় তা সম্ভব হয়নি। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা এবং জব্দকৃত গাড়ি দুটির মূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক