বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের মালতীনগরে সম্প্রীতি সমাবেশ
বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের মালতীনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের মালতীনগর বারোয়ারি মন্দিরে বগুড়া পৌরসভার আয়োজনে সম্প্রীতি সমাবেশে করা হয়।
বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মালতিনগর এলাহী জামে মসজিদের ইমাম আব্দুল মতিন, মালতিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন, মালতিনগরবারোয়ারি মন্দির কমিটির সভাপতি তপন কুমার সাহা, কমিউিনিটি পুলিশিং ফোরামের সদস্য সমাজসেবক সাজেদুর রহমান মোহন। অনুষ্ঠান পরিচালনা করেন তাপস কুমার নিয়োগী। সমাবেশে বক্তরা বলেন, যারা ধর্মকে হাতিয়ার করে অন্যায় কাজ করে তারা কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে না, তারা সন্ত্রাসী। এই বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের। ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবার এগিয়ে নিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি