পঞ্চগড়ের নৌ দুর্ঘটনায় নিহত পরিবারে বিদ্যানন্দের ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে নৌ দুর্ঘটনায় নিহত পরিবারে ১৫ লক্ষ টাকার আর্থিক সহযোিগতা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়া এ রকমঅতিদরিদ্র নয়টি পরিবারে এই সহায়তা দেয়া হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সহায়তা হস্তান্তর করেন পঞ্চগড়ের জেলাপ্রশাসক জনাব মো. জহুরুল ইসলাম। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয় এসব পরিবারের মাঝে। বিদ্যানন্দ ফাউন্ডেশনেরবোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদকজামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সফিকুল আলম সফিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহযোগিতা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন মানবিক বিপর্যয়ের সময় অসহায় মানুষের পাশে দাড়ায়। নৌকাডুবিতে নিহত পরিবারকে বড় অংকের অর্থ দিয়ে সহযোগিতা করায় আমি তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে আরও যারা ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়াবে জেলা প্রশাসন তাদের সকল প্রকার সহযোগিতা করবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, আমরা সবাই একে অপরের প্রতিবেশি। প্রতিবেশি হিসেবে আরেক প্রতিবেশির বিপদে পাশে দাঁড়াতে আমাদের এখানে আসা। কোন দাতা হিসেবে অনুদান দিতে আমরা এখানে আসিনি। আমরা জানাতে এসেছি সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে। আমরা বিশ্বাস করি আজ যে সব পরিবার সহায়তা গ্রহণ করছেন তারাই একদিন অপর প্রতিবেশির বিপদে পাশে দাঁড়াবেন। সবাই মিলে উৎসব, সবাই মিলে বাংলাদেশ।
উল্লেখ্য, এর আগেও বরগুনায় লঞ্চ দুর্ঘটনায় এবং সম্প্রতি সীতাকুন্ড বিএম ডিপোতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অর্ধকোটি টাকার
আর্থিক সহায়তা তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। করোনাকালীন সময়ে ১০ লক্ষ পরিবারে খাদ্য সহায়তা ও করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল চালু করে বিদ্যানন্দ।

পঞ্চগড় প্রতিনিধি