বগুড়ায় মোড়ক উন্মোচিত হলো শারদ সংকলন চক্র পত্রিকার
ঢাক আর সানায়ের সুরে মোড়ক উন্মোচিত হলো অষ্টম শারদ সংকলন চক্র পত্রিকার। বগুড়া শহরের উত্তর চেলোপাড়া নব বৃন্দাবন দুর্গা মন্দির প্রাঙ্গণে রোববার সন্ধ্যায় সপ্তমী তিথিতে অনুষ্ঠিত হলো অষ্টম শারদ সংকলন চক্র প্রকাশনা উৎসব।
প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার সুকুমার ঘোষ, সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ, প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নাট্যজন আবদুল্লাহ হেল কাফি তারা, পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, নব বৃন্দাবন হরিবাসর মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস সমর, যুব লীগ নেতা তোফায়েল পায়েল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শারদ সংকলন চক্র পত্রিকার সম্পাদক অলক পাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন নব বৃন্দাবন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমরেশ দাস ও পূজা উদযাপন কমিটির পক্ষে শুভ্র ঘোষ। আলোচনা সভার সভাপতিত্ব করেন নব বৃন্দাবন দুর্গা পূজা মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র দাস বাচ্চু।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগামীর সম্ভাবনাময় শিল্পীরা বিভিন্ন ধরনের নৃত্য উপহার দিয়ে সহস্রাধিক দর্শককে মুগ্ধ করে রাখেন। উদ্বোধনী নৃত্যে নন্দিত হর গৌরী বন্দনা উপহার দেন নৃত্যশিল্পী অমৃতা ও সমৃতা। সংগীত পরিবেশন করেন অংকিতা দাস ও নবনীতা ঘোষ। এবছর শারদ সম্মাননা প্রদান করা হয় আলোকিত মানুষ এডভোকেট আতিয়া কান্ত বর্মন ও মমরণোত্তর সম্মাননা প্রদান করা হয় শিক্ষিকা রত্না রাণী দাসকে। বরাবরের মতই চক্র প্রকাশনা উৎসব সার্বিক ব্যবস্থাপনা করে নব বৃন্দাবন দুর্গা পূজা মন্দির কমিটি।

ষ্টাফ রিপোর্টার