পার্বতীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি
দিনাজপুরের পার্বতীপুরে শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক মন্ত্রী ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি- বাংলাদেশ আওয়ামীলীগ, দিনাজপুর জেলা শাখা।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাহেবপাড়া, কালিবাড়ি, রামপুরা ও সরকারপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ বছর দিনাজপুর জেলার সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ পূজা মন্ডব উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের ভবের বাজার চাম্পাতলীও পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।
এ সময় তাঁর সাথে ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এবারে পার্বতীপুর উপজেলায় ১৪৯টি মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি পূজা মণ্ডপেই আইন-শৃঙ্গলা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ দাবী করেছেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ