নন্দীগ্রামে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধো কমপেক্সে এই বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
বাস্তবায়ন সহায়ক সংস্থা চাহিদ্#া৩৯;র প্রকল্প সমন্বয়কারী আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক এ.এইচ.এম রবিউল করিম,বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন প্রাং,জেলা ম্যানেজার (জিবিএস) সাজু মিয়া,বগুড়া সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ইসমাইল হোসেন,নন্দীগ্রাম উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আমিনুল ইসলামnসহ সুপারভাইজারগণ।
অনুষ্ঠানে দ্বিতীয় ব্যাচে বুনিয়াদী প্রশিক্ষণে উপজেলার বাস্তবায়ন সহযোগি সংস্থা চাহিদাএর ৩৮ জন শিক্ষিকা-সুপারভাইজারnঅংশগ্রহণ করেন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ