বিএনপি-জামাত অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ও জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেছেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র গুজব রটিয়ে ধর্মীয় হানাহানি সৃষ্টির অপচেষ্টা করছে।
বিএনপি-জামাতসহ সকল অপশক্তির যড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্কর হয়ে উঠুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যে বন্ধন আরও সুসংহত হোক।
গত রোববার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সিমলা উত্তর কচুগাড়ী বারোয়ারী দুর্গা মন্দিরে পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে ক্ষুদ্র সিমলাসহ উপজেলার বিভিন্ন পুজামন্ডপে যান সাবেক এমপি তানসেন। এসময় তার সঙ্গে ছিলেন জাসদ নেতা মকবুল হোসেন, আফজাল হোসেন, বিশ^নাথ চন্দ্র, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি এসএম সুমন, সহ সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক মিলন শেখ, জাসদ ছাত্রলীগ নেতা শাওন হোসেন প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: