তুমব্রু সীমান্তে আবার মর্টারের গোলার বিকট শব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ফের মর্টারের গোলার বিকট শব্দ শোনা গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই শব্দ শোনা যায়। তুমব্রু, উত্তরপাড়া, বাইশফাঁড়ি ও রেজু-আমতলী এলাকার লোকজন গোলার শব্দ শোনার বিষয়টি জানিয়েছে। প্রায় ১০ দিন পর নতুন করে মিয়ানমার সীমান্তে মর্টারের গোলার বিকট শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আবার আতঙ্ক দেখা দিয়েছে।
তুমব্রু উত্তরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘সন্ধ্যার পর মিয়ানমারের দিক থেকে মর্টারের গোলার বিকট শব্দ শোনা গেছে। আমরা ২০ মিনিটের মধ্যে চার-পাঁচটি মর্টারের গোলার আওয়াজ শুনতে পেয়েছি। আজ নতুন করে মর্টারের আওয়াজ শুনে ভয় লাগছে। ’
রেজু-আমতলী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘এমন বিকট শব্দ গত আট থেকে ১০ দিন আমরা শুনিনি। আজ আবারও শুনতে পেয়েছি। ’
তুমব্রু বাজার শ্রীশ্রী দুর্গামন্দির কমিটির সভাপতি রূপলা ধর বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে সারা দেশের মতো তুমব্রুতেও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। গোলাগুলি ও মর্টারের বিকট শব্দ ছাড়াই আমরা পূজা শুরু করেছিলাম। আজ সন্ধ্যার পর সীমান্তের ওপার থেকে মর্টারের গোলার ভারী শব্দ শুনতে পেয়েছি। এখনো আমরা আতঙ্কিত নই। তবে অবস্থা খারাপের দিকে গেলে নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করব। ’
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘দাপ্তরিক কাজে বান্দরবান এসেছি। এলাকায় লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ নিচ্ছি। তবে সীমান্ত পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

অনলাইন ডেস্ক