শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির সেতুবন্ধন সুদৃঢ় হয়েছে: মজনু
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশে সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছে। দেশে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসবমুখর ও অনাড়ম্বর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে।
আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার আমলে সকল ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে। বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা রয়েছে তা অব্যাহত রাখার জন্য সনাতন ধর্মাবলম্বীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন তিনি।
তিনি আজ বিকেল পাঁচটায় বগুড়া শহরে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার রায়, শাহ আক্তারুজ্জামান ডিউক, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আব্দুল্লাহ আল রাজী জুয়েল শিরিন, আনোয়ার জর্জিস, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, তপন কুমার চক্রবর্তী, এবিএম জহুরুল হক বুলবুল, গৌতম কুমার দাস, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, রুমানা আজিজ রিংকি, আলতাফুর রহমান মাসুক, রাশেদুজ্জামান রাজন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম পারভেজ, মুকুল ইসলাম, সাব্বির আহমেদ, সানোয়ার হোসেন, রাব্বি হাসান, আসিফ শেখ, আহসানুল হক সুমন প্রমুখ।
জেলা আওয়ামী লীগ সভাপতি বগুড়া শহরের দত্তবাড়ি, চেলোপাড়া, মালতিনগর, হাড়িপাড়া বটতলা সহ বিভিন্ন পূজা মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

প্রেস বিজ্ঞপ্তি