উৎসবমুখরভাবে বগুড়ায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
শরতের শিউলি ও কাশফুলের সাদা শুভ্রতায় এই বছর বিপদ নাশিনী দেবী দুর্গা করোনা মহামারির সকল বিপদ দূর করে নতুন রুপে মর্তে এসেছেন গজে চড়ে। তাইতো এবছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বাংলার প্রতিটি ঘরে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। সারাদেশের ন্যায় বগুড়াতেও বাঙালির এই সার্বজনীন উৎসবকে ঘিরে জেলার প্রতিটি স্থানে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে যেখানে ছোট বড় সকলে মেতেছে শারদ উৎসবের আনন্দে। বগুড়ার শহর থেকে গ্রাম প্রতিটি মন্দিরে দিনে যেমন ঢাকের তালে মুখরিত হয়ে থাকছে পূজা মন্ডপগুলো তেমনি রাতে শহরজুড়ে আলো ঝলমলে পরিবেশ যেন জানান দিচ্ছে দেবীর মর্তে আসার খবর।
আবার শারদীয় দুর্গাপূজা কে ঘিরে বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। তিন স্তরের নিরাপত্তা বিধান করা হয়েছে মন্ডপগুলোতে। মন্ডপে-মন্ডপে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। সেইসাথে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) মন্ডপগুলোতে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার তথ্যমতে এইবছর বগুড়ার ১২টি উপজেলায় ৬৭৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে বগুড়া সদরেই দুর্গাপূজা হচ্ছে ১১৬টি মন্ডপে। এছাড়াও শাজাহানপুরে ৫২টি, শিবগঞ্জে ৬১টি, গাবতলীতে ৭২টি, সোনাতলায় ৪৯টি, আদমদীঘিতে ৬৫টি, দুপচাঁচিয়ায় ৪২টি, কাহালুতে ৩৪টি, নন্দীগ্রামে ৪৬টি, শেরপুরে ৯১টি, ধুনটে ৩০টি ও সারিয়াকান্দিতে ২১ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বেশ উৎসবমুখরভাবেই।
আর জেলার সবগুলো মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে প্রায় এক হাজার পুলিশ ও ৩ হাজার ৬’শ জন আনসার সদস্য। সেই সাথে ডিবি ও র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে প্রতিনিয়ত। জেলা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার মন্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসাবে ৩ ভাগে বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। জেলায় ১৫০টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, ২৪০টিকে গুরুত্বপূর্ণ এবং ২৮৯টিকে সাধারণ মন্ডপ হিসাবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ মন্দিরে পুলিশের স্থায়ী টিম রাখা সহ জেলাজুড়ে রয়েছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও গোয়েন্দা তৎপরতা সবমিলিয়ে কঠোর নিরাপত্তার চাদরে বগুড়ায় এ বছর উদযাপিত হচ্ছে শারদ উৎসব।
শারদ উৎসব উদযাপন প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, গত ২ বছর করোনা মহামারী থাকায় নানা বিধিনিষেধ এর মাঝে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ প্রাণবন্তভাবে শারদ উৎসব উদযাপন করতে পারেনি। কিন্তু এইবছর করোনা পরিস্থিতি কিছুটা ভাল থাকায় পূজার শুরুর দিন থেকেই মানুষের ব্যাপক ঢল নেমেছে। ছোট বড় সকলে মন্দিরে মন্দিরে উৎসবমুখরভাবে উপভোগ করছে এই উৎসবের আমেজ। এছাড়াও প্রশাসনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এদিকে শারদীয় দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমীতে বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরগুলো ঘুরে দেখা যায় গত বছরের তুলনায় এবছর আলোকসজ্জা কিছুটা কম করলেও শহরের ডালপট্টি সার্বজনীন মন্দিরের সার্বিক আয়োজন চোখে পড়ার মতো। সড়কের প্রতিটি অলিগলি ও উঁচু ভবনগুলোতে করা আলো ঝলমলে দৃশ্য সকলকে মুগ্ধ করছে মূহুর্তেই তাইতো ভক্তবৃন্দরা দেবীর দর্শনের পাশাপাশি নিজেরা ছবিও তুলতেও ভুলছেন না। আবার জমজমাট ও সাজসজ্জার দিকে বগুড়ায় পিছিয়ে নেই শহরের চেলোপাড়ার দূর্জয় ক্লাব ও শ্রী শ্রী শনি মন্দির উন্নয়ন কমিটির পূজামন্ডপের আয়োজন। দূর্জয় ক্লাবে এবারের থিম ময়ূর এর পেখম মেলা সৌন্দর্য সাথে অনবদ্য লাইটিং এর খেলা। আবার শনি মন্দিরের তরুণ আয়োজকরা এইবছর তাদের মন্ডপে করেছেন ভিন্ন দৃশ্যপট। সুন্দর ও মনোমুগ্ধকর ছবি দিয়ে সাজিয়েছেন পুরো প্যান্ডেল আর ছবিগুলো রেখেছেন ছোট ছোট কাগজের থালাতে। আবার ক্লাবের ভিতরে করেছেন সকল ভক্তবৃন্দদের জন্যে সেলফি বুথ আর বসার জায়গা। আর সন্ধ্যায় মন্দিরে মন্দিরে করা হচ্ছে প্রসাদ বিতরণ যা ভক্তবৃন্দরা বেশ ভক্তিভরে গ্রহণ করছেন। এমন সৌন্দর্য ও আলো ঝলমলে চিত্র দেখা যায় শহরের বাকি মন্ডপগুলোতেও। দুর্গা মায়ের আগমনে কেউ যেন পূজা ও মা কে বরণের আয়োজনে কোন খামতি রাখেনি যাতে জেলাজুড়ে বইছে শারদ উৎসবের বার্তা।
জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুর রশিদ এর সাথে কথা বললে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে বগুড়া জেলা পুলিশ সর্বদাই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পূজা কে কেন্দ্র করে প্রায় ২ মাস আগে থেকেই জেলা পুলিশ সুদীপ কুমার চক্রবর্ত্তীর নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়নে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়। সেই অনুপাতে গত বছরের সফলতার ধারাবাহিকতায় এবছর বগুড়ায় পূজাকে ঘিরে পুলিশের পক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মন্দিরে যথাসাধ্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিজয়া দশমীর জন্যে পুলিশের পক্ষে বগুড়ায় পৃথক পরিকল্পনা রয়েছে যেখানে আরো বেশি সংখ্যক পুলিশ মোতায়েনের মাধ্যমে সর্বোপরি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।
বগুড়ায় এইবার শারদ উৎসব উদযাপন প্রসঙ্গে জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেন, প্রশাসনের কঠোর নজরদারিতে বরাবরের মতোই বগুড়াতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যথাযথই রয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট র্যাব, বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে। বগুড়ার আপামর জনসাধারণ স্বতস্ফূর্র্তভাবে এবারের পূজা উৎসবমুখরভাবে উপভোগ করছে। শুধু তাই নয় শরতের শারদ শুভেচ্ছায় সকলেই উদ্ভাসিত আর দেবীদুর্গার আগমনে সকলের ঘরেই পৌঁছে গেছে আনন্দ বার্তা। কোনরুপ প্রতিকূলতা ছাড়াই বগুড়ায় শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশে শারদ উৎসব উদযাপিত হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সঞ্জু রায়: