শাজাহানপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
' সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্যে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কর্যালায়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসটি উপলক্ষে এ আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় জাতীয় কন্যাশিশু দিবস উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ।
উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরা,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান,উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মনির হোসেন সহ বিভিন্ন মহিলা সংগঠন প্রতিনিধি,দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :