বগুড়ায় কৃষক লীগের আলোচনা
আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন (আনারস মার্কা) কে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের বড়গোলা বগুড়া জেলা কৃষক লীগ এ সভার আয়োজন করে।
জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. আজমল হোসেন।
জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহিদ হাসান রতন, মাকছুদুল হাসান রুহেল, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, কৃষক লীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাজা, অধ্যাপক শ্যামল পাইকার, মাহমুদ খান ডন, মিজানুর রহমান মিজান, হেলাল উদ্দিন, বকুল আহম্মেদ, বজলার রহমান বকুল, রিপন, এ্যাডভোকেট শহিদুল, মুকুল, ইসমাইল হোসেনসহ প্রমুখ।
আলোচনায় সভাপতির বক্তব্যে আলমগীর বাদশা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মকবুল হোসেনকে (আনারস মার্কা) দলীয় মনোনয়ন দিয়েছেন। তাকে বিজয়ী করতে জেলা ও উপজেলা কৃষক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এ নির্বাচনে সকলের ঐক্য প্রচেষ্টায় আমাদের মনোনীত প্রার্থীকে সর্বচ্চো ভোটে নির্বাচিত করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি