বগুড়ায় ডিবির পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
বগুড়ায় ৪ কেজি গাঁজা ও ১২০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে মঙ্গলবার পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মশিউর রহমান খোকন (৪৩), আরিফুল ইসলাম (৩৪) ও আল আমিন (৪২)।
ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের সেউজগাড়ী এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এসময় চার কেজি গাঁজাসহ মশিউর রহমান খোকনকে গ্রেপ্তার করা হয়। খোকন দুই ব্যাগে দুই কেজি করে মোট চার কেজি গাঁজা নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
গ্রেপ্তাররা হলেন, মশিউর রহমান খোকন (৪৩), আরিফুল ইসলাম (৩৪) ও আল আমিন (৪২)।
ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের সেউজগাড়ী এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এসময় চার কেজি গাঁজাসহ মশিউর রহমান খোকনকে গ্রেপ্তার করা হয়। খোকন দুই ব্যাগে দুই কেজি করে মোট চার কেজি গাঁজা নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে শহরের রেলওয়ে ষ্টেশননের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আরিফুল ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মশিউরের বিরুদ্ধে ১টি ও আল আমিনের বিরুদ্ধে আরও ৫টি মাদক মামলা চলমান আছে।
ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তারদের বিরদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তারদের বিরদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ষ্টাফ রিপোর্টার