বগুড়ায় পূজার প্যান্ডেলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিসর্জনের জন্যে মণ্ডপ থেকে প্রতিমা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে বগুড়ার শেরপুরে রুপম কর্মকার জগো নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার পৌর শহরের পূবালী সংঘ পূজা মণ্ডপে বুধবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
৩২ বছরের রুপম কর্মকার উপজেলা উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে। শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার এসব বিষয় নিশ্চিত করেন।
তিনি জানান, পূবালী সংঘ পূজা মণ্ডপে বিকেলে বিসর্জনের জন্য প্রতীমা নামানোর প্রস্তুতি চলছিল। ওই মণ্ডপে আলোকসজ্জার জন্য টানা বৈদ্যুতিক তারে সম্ভবত কোথাও লিকেজ ছিল। সেই অংশের সংস্পর্ষে আসলে রুপম কর্মকার বিদ্যুতায়িত হয়।
পরে মণ্ডপে উপস্থিত স্থানীয়রা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। তারপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ।

ষ্টাফ রিপোর্টার