সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি মো. শামীম হুসাইন ছাড়াও উপজেলা ভাইস চেয়রাম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, খাতামধুুপুর ইউপি মাসুদ রানা বাবু পাইলট, বোতলাগাড়ী ইউপি মনিরুজ্জামান জুন প্রমূখ বক্তব্য দেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানে শুরুতেই বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো করা হয়েছে। শেষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে একটি ক্রেস্ট তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, সম্প্রতি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। আর রায়হান ফয়সালকে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্থলাভিষিক্ত করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: