শাজাহানপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন
নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়বই শ্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে জন্ম মৃত্যু নিবন্ধন গুরুত্ব সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোহাইল ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,উপজেলা স্বাস্ধসঢ়;হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোতারব হোসেন, উপজেলা সহকারী প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান,অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক,জেলা ইমাম মোয়াজ্জেম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোস্তাকিম হোসেন সহ সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ, সুশীল সমাজের প্রতিনিধি, দ্বায়িত্বরত গ্রামপুলিশ অংশগ্রহণ করেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ