পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে সেমিনার
সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন-২০০৯, নাগরিক সমাজের অভিজ্ঞতা ও ভবিষ্যত করণীয় বিষয়ক সুপারিশমালা নিয়ে পঞ্চগড়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রোড সাইড রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে প্রান্তি জনগোষ্ঠীর ক্ষমনায়নে সামাজিক অংশিদারিত্ব বৃদ্ধি-প্রসপেক্ট প্রকল্পের আওতায় ওই সেমিনারের আয়োজন করে নেট্ধসঢ়;জ বাংলাদেশ ও মানব কল্যাণ পরিষদ-এমকেপি।
এমকেপি’র পরিচালক রবিউল আজমের সভাপতিত্বে ও নেট্ধসঢ়;জ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিনের সঞ্চালনায় সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম ও লেখক ও গবেষক আব্দুল্লা আল জুবেরী। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ-রিইব’র রুহি নাজ।
সেমিনারে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আধুনিক কল্যাণরাষ্ট্রের সামাজিক নীতির অবিচ্ছেদ্দ অংশ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী হল এমন একটি নিরাপদ বেড়াজাল যার মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষকে বিশেষ সুবিধা দেয়া হয়। এটা কোন দেশের সার্বিক
সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও কর্মসূচির একটা অংশ মাত্র। দেশে দেশে নিজ জনগণের প্রয়োজন অনুসারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়।
তবে সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ কিছু জনপ্রতিনিধির কারণে সাধারণ মানুষের মাঝে বিরূপ মনোভাব রয়েছে। টাকা ছাড়া এসব
কর্মসূচিতে অন্তর্ভূক্ত হওয়া যায়না এমন একটা ধারণা রয়েছে সাধারণ মানুষের মাঝে। এ কারণে ভাতা প্রাপ্তির তালিকা প্রণয়নের সময় জেলা ও
উপজেলা প্রশাসনের সার্বিক মনিটরিং জরুরী বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
এ ছাড়া বাংলাদেশে তথ্য অধিকার আইন-২০০৯ দেশের সবচেয়ে যুগান্তকারী একটি আইন। এই আইনটির স্বরূপ ও প্রয়োগ প্রণালী সম্পর্কে সকল স্তরের মানুষের পরিস্কার ধারণা থাকা অত্যন্ত জরুরী। এজন্য সাধারণ মানুষের মাঝে এই আইন সম্পর্কে আরও ব্যপক প্রচারণা প্রয়োজন।
সভায় রাজশাহী, নওগাঁ, রংপুর, দিনাজপুর. ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রনিনিধি