চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ শহরে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মো.বিপ্লব (২০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (৭অক্টোবর) উপরাজরামপুর মোড়ে ‘মা-বাবার দোয়া’ নামের একটি গ্যারেজে বৈদ্যূতিক সকেটে প্লাগ দেবার হয় বিদ্যূৎস্পৃষ্ট হন বিপ্লব।
তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোররাত পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিপ্লব বগুড়া জেলার আদমদিঘী উপজেলার দুর্গাপুর গ্রামের মো. মুকুলের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর জাহান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও বিপ্লবের মরদেহ উদ্ধার করে। মুকুল কাজ শিখতে বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ এসেছিল। শুক্রবার দুপুরে তার ‘অভিযোগ নাই’ মর্মে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারেরের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে বলেও জানান ওসি।

অনলাইন ডেস্ক