বগুড়ায় এসপিজিআরসি’র প্রতিবাদ সভা
সংগঠনের ব্যানার ছিড়ে ফেলা ও অফিস কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টার প্রতিবাদে বিহারী তথা উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের কলোনীস্থ সংগঠন কার্যালয়ে এসপিজিআরসি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ওয়াসি আহম্মেদ চুন্নু, প্রচার সম্পাদক আফরোজ আলম, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, সদস্য ওসমান গণি বাটু, নাসিম, ইব্রারার আলী ভুট্টু, তাসাওয়াত, ফয়েজ আলম, হাসনাইন, আইনুল, রোস্তম আলী, ইকবাল হোসেন সহ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সুজন। বক্তারা অবিলম্বে সংগঠনের অফিস কার্যালয়ে হামলাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য গত ০৫/১০/২২ইং তারিখে গভীর রাতে কে বা কারা সংগঠনের ব্যানার ছিড়ে ফেলে এবং অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ ব্যাপারে সংগঠনের সাধারন সম্পাদক বাদি হয়ে বগুড়া সদর থানায় সাধারন ডাইরী করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি