পার্বতীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান সরবরাহ
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান সরবরাহ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় পার্বতীপুরের ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০২ টি সিলিং ফ্যান সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেগুলো বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক মন্ত্রী ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, দিনাজপুর জেলা শাখা।
এ সময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, জাইকার পার্বতীপুর উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ আখতার হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ