বগুড়ায় ৩৬০ বস্তা ইউরিয়া সার আত্মসাৎ, গ্রেফতার ৫
সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি হতে ৩৬০ বস্তা ইউরিয়া সার যাচ্ছিলো রংপুর বাফার গুদামে। পথিমধ্যে সেই সারবোঝাই ট্রাক নিরুদ্দেশ হয়ে যায়। ফেঞ্চুগঞ্জের একতা ট্রান্সপোর্ট এজেন্সি নামের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অভিযোগে তদন্তে নামে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকের চালকসহ সার আত্মসাৎ চক্রের ৫ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেই সাথে আটক করা হয় সার নিয়ে রওনা হওয়া ট্রাকটি। তবে অভিযানের আগেই সারগুলো খুচরা বাজারে বিক্রি করায় তা উদ্ধার করা যায়নি।
শনিবার (০৮ অক্টোবর) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আলী হায়দার চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ৫জন হলেন- ট্রাকের চালক বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে আল আমিন ওরফে আলাউদ্দিন (৩৫), বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলাম(৪২), একই উপজেলার নিমগাছি উত্তরপাড়ার মৃত ছোলাইমান আকন্দের ছেলে মামুনুর রশিদ মামুন (৪৮) ও সরুগ্রামের মৃত আজিজার সাকিদারের ছেলে সজল সাকিদার(৩৫) এবং নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ী সোনারপাড়ার মৃত দবির উদ্দিন আনারের ছেলে আব্দুল আলীম (৫০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, একতা ট্রান্সপোর্ট এজেন্সির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ স্বপন গত শুক্রবার শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় উল্লেখ করা হয় গত ২৫ সেপ্টেম্বর ৩৬০ বস্তা (১৮ মেট্রিকটন) ইউরিয়া সার রংপুরে রওনা দেয়। এরপর থেকে চালকের সাথে কোন যেগাযোগ করা যাচ্ছিলো না। পরে বাদি বগুড়ায় এসে জানতে পারেন একটি চক্রের মাধ্যমে তাঁর সারগুলো বিক্রি করা হয়েছে। ওই অভিযোগের প্রেক্ষিতে বগুড়ার ডিবি পুলিশ অভিযান চালিয়ে উল্লিখিত ৫জনকে গ্রেফতার করে।

অনলাইন ডেস্ক