শাজাহানপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বগুড়ার শাজাহানপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শাজাহানপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাব এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।১১ টি পদের বিপরীতে ২৩জন প্রতিদ্বন্দীতায় অংশ নেয়।
ভোটের দিন সকাল থেকেই প্রেসক্লাব চত্বরের আশেপাশে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিলো।প্রার্থী,ভোটার,শুভাকাঙ্ক্ষী এবং প্রার্থীদের স্বজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনে ৩৭ জন সদস্যদের মধ্যে ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল হোসেন ফলাফল ঘোষণা করেন,সভাপতি পদে সাজেদুর রহমান সবুজ ও আবুল কালাম আজাদ সমান সংখ্যক(১৭) ভোট পায়।পরে লটারি মাধ্যমে সাজেদুর রহমান সবুজ সভাপতি নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে আরিফুর রহমান মিঠু ১৫,শাহীন আলম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তাদের নিকটতম দুই প্রতিদ্বন্দী মেজবাউল আলম ১২ ও ওমর ফারুক ১৩ ভোট পান।
সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম মিলন পেয়েছেন ১৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী জিয়াউর রহমান জিয়া পেয়েছেন ১১ ভোট,যুগ্ম-সাধারন সম্পাদক পদে রুমেল আশরাফ শিপলু পেয়েছেন ২১ ভোট,নিকটতম প্রতিদ্বন্দী জাকারিয়া আলম ০৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে দুলাল হোসেন পেয়েছেন ১৮ ভোট,নিকটতম প্রতিদ্বন্দী মাইনুল ইসলাম সরকার ১৬ ভোট।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম আযম শামীম পেয়েছেন ২৩ ভোট,নিকটতম প্রতিদ্বন্দী মিজু আহম্মেদ পেয়েছেন ০৮ ভোট।নির্বাহী সদস্য পদে সফিকুল ইসলাম (২০),সুচন্দন সরকার (১৮) ও ছানোয়ার হোসেন (১৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মুঞ্জুরুল ইসলাম বিনাপ্রতিত্বন্দিতায় নির্বাচিত হন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ