সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তীর তোরণ উন্মোচন ও সম্মাননা প্রদান
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবের তোরণ উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে আঁতশবাজির মধ্যদিয়ে ওই তোরণ উন্মোচন কর হয়।
তোরণ উন্মোচন করেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব শীলাব্রত কর্মকার ও প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক মোছা. ফাতেমা বেগম। সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্ধসঢ়;যাপন কমিটির আহবায়ক, প্রতিষ্ঠানটির ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে করেন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উদ্ধসঢ়;যাপন কমিটির সদস্য সচিব প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু।
এ সময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ম্যানেজার আহসান হাবিব তমাল,বেসরকারি মোবাইল কোম্পানি এয়ারটেলের ম্যানেজার আরশাদ হোসেন, কাস্টমস্ধসঢ়; কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন। এতে ওই বিদ্যালয়ের সাবেক দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এর আগে শহীদ স্মৃতি অম্লান চত্বরে ৬০ টি মোমবাতি প্রজ্বলন করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এর জেলা পর্যায়ে বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় সাংবাদিক এম. ওমর ফারুক ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেখা রানী বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: