সড়ক পরিবহন আইন চূড়ান্ত ও অনুমোদনের জন্য স্মারকলিপি পেশ
সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের জন্য বগুড়ায় স্মারকলিপি পেশ করা হয়েছে।
সোমবার বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের হাতে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি তুলে দেয় নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিনের পরিক্রমায় সড়ক দুর্ঘটনারোধে আমরা যে বিষয়গুলো নিয়ে দাবি জানিয়ে আসছি তার মধ্যে উল্লেখযোগ্য দেশে নতুন সড়ক নিরাপদ আইন তৈরি ও তা বাস্তবায়ন করা। এর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রনীত হয়। জনগনের মধ্যে স্বস্থি ফেরত আসে। কিন্তু এই আইনটি প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও এখনো বাস্তবায়ন হয়নি। কারণ
আইনটির বিধিমালা প্রণয়ন হয়নি। দীর্ঘ প্রায় ৪ বছর অতিক্রম হলেও বিধিমালা প্রণীত হয়নি। যার ফলে মূলত আইনটি অকার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ কেউই কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। এছাড়া জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি পিলার যেমন-১. সড়ক নিরাপদ ব্যবস্থা, ২. ঝুঁকিমুক্ত যানবাহন, ৩. সচেতন সড়ক ব্যবহারকারী, ৪. সড়ক দুর্ঘটনায় পরবর্তী করণীয় ও ৫. গাড়ি চালনার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেয়া যাচ্ছে না। কারণ সড়ক দুর্ঘটনার জন্য জাতিসংঘ ৫টি অতি ঝুঁকিপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। এই ৫টি ঝুঁকিপূর্ন বিষয় নিশ্চিত ও বাস্তবায়ন করতে হলে আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ডোপ টেস্টের সঠিক ব্যবহার ও মনিটরিং না থাকায় এখনও অনেক চালক মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ী চালনা করছে। আমাদের দেশে শিশুদের জীবন রক্ষার্থে শিশু আসনের কোন বিধান সড়ক পরিবহন আইন ২০১৮ তে উল্লেখ নেই। এছাড়া সড়ক পরিবহন আইন পুরোপুরি প্রয়োগে আমরা মনে করি বিআরটিএ কারিগরি সক্ষমতা বাড়াতে হবে। আইনশৃৃঙ্খলা বাহিনীর বিশেষ করে ট্রাফিক বিভাগের সাথে সংশ্লিষ্টদের উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা। চালক, মালিক, পথচারী ও যাত্রীদের আইন সম্পর্কে জানতে প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার ও সড়ক ব্যবহারকারীদের সকলকেই নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে বিশেষ কর্মশালার গুরুত্ব রয়েছে।
স্মারকলিপি পেশকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের উন্নয়নে যথেষ্ট সোচ্চার। ফলে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশে^র কাছে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহন করলে সড়ক পরিবহন আইন ২০১৮ উপরোক্ত বিষয়গুলো অন্তভূক্ত করে বিধিমালা প্রণয়ন ও অনুমোদন করলে এবং সে অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল মহল কাজ করলে সড়ক দুর্ঘটনা নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। একই সাথে এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও বাস্তবসম্মত পদক্ষেপে এ দেশ থেকে সড়ক দুর্ঘটনা নিরসনে জোরালো ভূমিকা রাখবে বলে আশা করেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ রানা, গোলাম রব্বানী শিপন, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার (নিপু) প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি