সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মৃধা বলেন, রাতে বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে ।

অনলাইন ডেস্ক