আদমদীঘিতে দুই যুবক মাদক সহ গ্রেপ্তার
পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নেশার এ্যাম্পল সহ দুই যুবককে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই দুই যুবকের
বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানাযায়,আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫পিচ ইয়াবা সহ মালসন এলাকার বাসিন্দা হাফিজার রহমানের ছেলে সাব্বির হোসেন জেমস(২৩)এবং ৫পিচ নেশার এ্যাম্পল সহ ইয়ার্ড কলোনী এলাকার বাসিন্দা নান্টু মিয়ার ছেলে মিলন হোসেন(২৫)কে গ্রেপ্তার করে। পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান,গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন ও
মিলনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই দুই যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ