বগুড়ায় প্রেমিকার দুই সপ্তাহ পর প্রেমিকেরও আত্মহত্যা
বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমিকার আত্মহত্যার দুই সপ্তাহের ব্যবধানে প্রেমিক আবিদ (১৪) নামের এক শিক্ষার্থী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবিদ।
আবিদ উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে এবং জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আবিদ নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে আবিদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখে গেছে “মৃত্যু আমার কি করবে, আমি নিজেই মৃত্যুকে ডেকে আনব।”
আবিদের চাচী বিনা জানান,আবিদকে জীবন সঙ্গী হিসেবে না পাওয়ার আশঙ্কায় গত ২৬ সেপ্টেম্বর তার প্রেমিকা মোহনা (১৩) গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে।
ভেলাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক