ধানমন্ডিতে বিউটিশিয়ানকে বাসায় ডেকে দলবদ্ধ ধর্ষণ
রাজধানীর ধানমন্ডির একটি বাসায় এক বিউটিশিয়ান নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাসায় রূপচর্চা সেবা নেওয়ার কথা বলে সাভার থেকে ওই নারী পারলার কর্মীকে বাসায় ডাকা হয়। ভুক্তভোগী নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ধানমন্ডির ২৮ নম্বরের একটি বাসায়।
এই ঘটনায় প্রথমে পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এ অভিযোগ সত্য নয় বলে জানান ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম।
তিনি বলেন, ভুক্তভোগীর স্বজনরা প্রথমে আমাদের থানায় এসেছিল। তবে আমরা সরেজমিনে গিয়ে দেখি ঘটনাস্থল শেরেবাংলা নগর থানা এলাকায়। পরে ওই থানাকে বিষয়টি জানানো হয়।
গণধর্ষণের শিকার ওই নারীর ভাই বলেন, আমার বোনের অনলাইনে একটি পেজ আছে। তিনি বাসায় গিয়ে বিউটিশিয়ানের কাজ করেন। মঙ্গলবার বিকালে একটি মোবাইল ফোন নম্বর থেকে কল আসে। তাকে জানানো হয় ধানমন্ডিতে বাসায় গিয়ে কাজ করতে হবে। পরে আমার বোন জানায়, সে বর্তমানে সাভারে আছে, ফিরতে দেরি হবে।
তিনি আরও বলেন, ফোনের ওপাশ থেকে এক নারী আমার বোনকে অনেক অনুরোধ জানান এবং রাইড শেয়ারে গেলে তিনি খরচ দেবেন বলেও আশ্বাস দেন। পরে আমার বোন রাইড শেয়ারিং সার্ভিসে করে ধানমন্ডি ২৮ নম্বর রোডে যায়। ফোনের অপর প্রান্তে থাকা ওই নারী আমার বোনকে বলেন, তার ছোট ভাইকে পাঠিয়েছেন। তার সঙ্গে যেন সে বাসায় চলে যায়।
তিনি বলেন, পরে ওই যুবক আমার বোনকে ধানমন্ডির ২৮ নম্বরের একটি বাসায় নিয়ে যান। সেখানে ওই নারী (ফোনের ওপাশে থাকা) কিছুক্ষণ বসিয়ে রেখে দরজা লক করে দেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে নেন। কিছুক্ষণ পর তিনজন ছেলে ওই বাসায় আসেন।
ওই তিন ছেলে আমার বোনকে চেতনানাশক কিছু খাওয়াতে চান। কিন্তু বোন অস্বীকৃতি জানালে মারপিট করেন এবং পালাক্রমে ধর্ষণ করেন। পরে মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা বলেন, তুই মরতে চাস না বাঁচতে চাস? যদি বাঁচতে চাস, তাহলে কাউকে কিছুই বলবি না। সোজা এখান থেকে বেরিয়ে চলে যাবি।
এ ব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

অনলাইন ডেস্ক