২০টি দুস্থ পরিবারকে মানবিক সহায়তা দিলেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে নিহত ও ক্ষতিগ্রস্থ ২০টি দুস্থ পরিবারকে মানবিক সহায়তা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর কুমার রায়, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, সুবেন সর্মা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, পঞ্চগড় জেলার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। টাকা পয়সা দিয়ে এসব পরিবারের শোক নিবারণ করা কোনভাবেই সম্ভব নয়। আমার নির্বাচনী এলাকা না হলেও আমি এসব দুস্থ পরিবারের পাশে দাড়িয়েছি। আমি নিজেই অসুস্থ। তারপরও নৌকাডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ ২০টি দুস্থ পরিবারকে ১০ হাজার টাকা করে মানবিক সহয়তা প্রদান করলাম। আমি আশা করছি এসব পরিবারের সহায়তায় বিত্তবানরাও এগিয়ে আসবেন।

পঞ্চগড় প্রতিনিধি