আটোয়ারীতে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। বুধবার নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন আব্বাস আলী (দুলাল) ১৬৩ ভোট পেয়ে প্রথম, খাজমত আলী ১৫৪ ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুস সামাদ ১৪৮ ভোট পেয়ে তৃতীয় ও রবিউল ইসলাম (রবি) ১৩৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ০২ জন প্রাথী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে হুসনেয়ারা বেগম ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৪৯৮ জন ভোটারের মধ্যে ৪১৩ জন ভোটার ভোট প্রদান করেছেন। এর মধ্যে ৮৪টি ভোট বাতিল করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি