কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে দুর্যোগ প্রশমন দিবসের মহড়া
কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। শিক্ষার্থীরা চিৎকার করে এদিক সেদিক ছুটতে থাকে। এসময় ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি দল এসে ওই ঘরটির আগুন নিয়ন্ত্রণে নেয় এবং হতাহতদের উদ্ধার করে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরটির বসবাসকারী ও হতাহতদের সহায়তার জন্য ছুটে আসে উপজেলা প্রশাসন। আসলে এটি কোন বাস্তব অগ্নিকান্ডের ঘটনা নয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়ায় অংশ ছিল। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে কিভাবে সহায়তা করে তা শিক্ষার্থীদের দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে শিখিয়ে দেয়া হয় ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় কিভাবে আত্মরক্ষা করতে হয়।
এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, স্থানীয় এমপির প্রতিনিধি রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার প্রমুখ।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি