সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের এবারের শ্লোগান “ দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” সামনে রেখে অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভা। এতে সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হান। আলোচনা সভায় অংশ নেন সৈয়দপুর উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
(পিআইও) মো. আবু হাসনাত সরকার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদরানা পাইলট প্রমুখ।
এর আগে হাজারীহাট স্কুল এন্ড কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে অগ্নিনির্বাপণে সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিনির্বাপণে বিভিন্ন কলাকৌশল প্রদর্শণ ও করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: